ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেশে ফিরেছেন মোট ৮৪,৬৫৮ জন হাজি

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১০

ঢাকা: চলতি বছর মোট ৯১ হাজার ৩৮৩ জন হজযাত্রীর মধ্যে হজ শেষে ৮৪ হাজার ৬৫৮ জন হাজি দেশে ফিরে এসেছেন।

বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় এ তথ্য জানানো হয়।



কমিটির সভাপতি মো. মজিবর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া, সাধন চন্দ্র মজুমদার, বজলুল হক হারুন, এ কে এম আউয়াল এবং হাবিবুর রহমান মেলা সভায় উপস্থিত ছিলেন।

সভায় সদ্য সমাপ্ত হজ-২০১০ সাফল্যজনকভাবে সম্পন্ন হওয়ায় কমিটির সদস্যবৃন্দ সন্তোষ প্রকাশ করেন এবং পরবর্তী হজ পালন আরো সুষ্ঠু এবং সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী প্রেরণ যাতে আরো বৃদ্ধি পায়, সেই লক্ষ্যে আগে থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

এ বছর ৬ হাজার ৭২৬ জন সরকারিভাবে হজে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। বাকিরা বেসরকারিভাবে। এর মধ্যে ৯৬ জন হজব্রত পালন করতে গিয়ে মারা গেছেন।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ