ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফিরিঙ্গিবাজারে ১১টি চুরি যাওয়া গরু উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১০

চট্টগ্রাম: চট্টগ্রামের ফিরিঙ্গীবাজার চুরিয়াটুলি লেইন থেকে ১১টি চুরি যাওয়া গরুসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা সাতটায় ফিরিঙ্গবাজারের জনৈক পেয়ার মোহাম্মদের বাড়ি থেকে এসব গরু উদ্ধার করা হয়।



পুলিশ জানিয়েছে , গত সোমবার রাতে আনোয়ারার পার্কি চরের একটি খামার থেকে পাহারাদারকে বেঁধে সংঘবদ্ধ গরু চোর চক্র এসব গরু চুরি করে চট্টগ্রামে নিয়ে আসে। উদ্ধার হওয়া ১১টি গরুর দাম আনুমানিক ছয় লাখ টাকা।

আনোয়ারার নুরুল আনোয়ার, হোসেনসহ তিন ব্যক্তি এসব গরুর মালিক।

গ্রেপ্তার হওয়া দুই গরু চোর হলো- নেওয়াজ মোহাম্মদ (২৪) ও সানাউল্লাহ (২২)। নেওয়াজ মোহাম্মদ পেয়ার মোহাম্মদের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

অভিযানে নেতৃত্বদানকারী গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ মহসিন বাংলানিউজকে জানান, এসব গরু জবাই করে মাংস হিসাবে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছিল। দীর্ঘ দিন ধরে তারা এভাবে গরু চুরি করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই চোর স্বীকার করেছে। জানিয়েছেন।

তাহের নামে অপর এক চোর এই চক্রের মূল হোতা।  

এ চক্রের অন্যান্যদের ধরতে চোরদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।