|
মেহরপুরের গাংনী উপজেলার গাংনী-হাটবোয়ালী সড়কে বাথানপাড়া নামক স্থানে শুক্রবার সন্ধ্যায় দুই নসিমনের মুখোমুখী সংঘর্ষে জান মহম্মদ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মেহেরপুর: মেহরপুরের গাংনী উপজেলার গাংনী-হাটবোয়ালী সড়কে বাথানপাড়া নামক স্থানে শুক্রবার সন্ধ্যায় দুই নসিমনের মুখোমুখী সংঘর্ষে জান মহম্মদ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
জান মহম্মদ গাংনী থেকে নসিমন যোগে বাড়ি ফিরছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে। মারাত্বক আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। নিহত জান মহম্মদের বাড়ি গাংনী উপজেলার হেমায়েত গ্রামে।
বাংলাদেশ সময় ১০২০ ঘন্টা, জুলাই ১০, ২০১০