ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

জাসাসের প্রতিষ্ঠা বার্ষিকী সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০

ঢাকা: জাতীয়তবাদী সাংস্কৃতিক সংস্থা- জাসাসের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী সোমবার। এ উপলক্ষে সকাল ১০টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও শ্রদ্ধা জানাবে সংগঠনটির নেতৃবৃন্দ।

বিকেল তিনটায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করবে দলটি।

জাসাস আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিশেষ অতিথি থাকবেন বিএনপির মহাসচিব অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট শিাবিদ অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমদ, বিশিষ্ট শিাবিদ অধ্যাপক ড. মাহবুবউলাহ, বিশিষ্ট চলচ্চিত্রকার জনাব আমজাদ হোসেন, জাতীয় প্রেসকাবের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জনাব শওকত মাহমুদ, বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক জনাব গাজী মাজহারুল আনোয়ার, বিশিষ্ট চলচ্চিত্রকার জনাব চাষী নজরুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট কবি আব্দুল হাই শিকদার প্রমুখ।

বাংলাদেশ সময় : ২২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।