ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সোমবার প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষার ফল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০

ঢাকা: প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার।

রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।



বৈঠক শেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক (সংস্থাপন) মো. ফসি উল্লাহ্ বাংলানিউজকে তা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আগামীকাল সকাল নয়টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড.আফসারুল আমিন ও প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেনের নেতৃত্বে প্রধানমন্ত্রীর কাছে পরীক্ষার ফলাফল হস্থান্তর করা হবে। সে সময় মন্ত্রণালয়ের সচিব একেএম আব্দুল আওয়াল মজুমদার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষসহ বিভিন্ন কর্মকতারা উপস্থিত থাকবেন। ’

সকাল ১১ টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে ফলাফল সম্পর্কে ব্রিফিং করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আফসারুল আমিন ।

ব্রিফিং এর পর মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd    দু’টিতে ফলাফল পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।