ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোল সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে আহত করেছে বিএসএফ

জামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০

বেনাপোল: বেনাপোলের পুটখালি সীমান্তে শনিবার গভীর রাতে বিএসএফ আকাশ (২৫) নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে।

আকাশ নড়াইল জেলার সদর উপজেলার শেখহাটির নূর মোহাম্মদের ছেলে।



এবিষয়ে ২২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিডি) বেনাপোলের পুটখালি ক্যাম্পের ইনচার্জ এমদাদ হোসেন বাংলানিউজকে জানান, ‘আকাশসহ ৪/৫ গরু ব্যবসায়ী গরু নিয়ে পুটখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। পুটখালি সীমান্তের উল্টোদিকে আংরাইল বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের দেখতে পেয়ে ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও আকাশ বিএসএফের হাতে ধরা পড়ে যান। বিএসএফ সদস্যরা এ সময় আকাশকে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তার মৃত্যু হয়েছে ভেবে ফেলে রেখে চলে যায়।

পরে তার সঙ্গীরা আকাশকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসে। মুমূর্ষু অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ’

এ ঘটনায় পুটখালী সীমান্তে আতঙ্ক বিরাজ করছে।    

বাংলাদেশ সময়: ১৪৫৫, ডিসেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।