ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

আফগানিস্তানে নিহতের লাশ আজ আসছে, অপহৃতদের উদ্ধারের চেষ্টা চলছে: দীপুমনি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০
আফগানিস্তানে নিহতের লাশ আজ আসছে, অপহৃতদের উদ্ধারের চেষ্টা চলছে: দীপুমনি

ঢাকা: আফগানিস্তানে অপহরণ হওয়া বাংলাদেশি নির্মাণ কর্মীদের উদ্ধার প্রচেষ্টার সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার সকালে সাংবাদিকদের কাছে এ কথা জানান তিনি।



গত ১৭ ডিসেম্বর অপহরণ হওয়ার পর এ পর্যন্ত দুজন মুক্ত হলেও ৫ বাংলাদেশি এখনো আটক রয়েছেন।

দক্ষিণ কোরিয় সামহোয়ান কর্পোরেশনের অধীনে আফগানিস্তানের বলখ্ প্রদেশের মাজার শরিফের কাছে রাস্তা নির্মাণের কাজে নিয়োজিত ওই শ্রমিকদের অপহরণ করে বন্দুকধারীরা। এসময় তাদের হামলায় কাজী আলতাফ হোসেন নামে এক বাংলাদেশি প্রকৌশলী ঘটনাস্থলেই নিহত হন। এর পরবর্তি দুই দিনে দুই অপহৃত বাংলাদেশিকে ছেড়ে দেয় বন্দুকধারীরা।  

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাকি পাঁচজনকে উদ্ধারের চেষ্টা চলছে’।

এছাড়া নিহত আলতাফ হোসেনের লাশ রোববারই বাংলাদেশে পৌঁছবে বলেও জানান তিনি।

এ সময় ভারতে ১৮ জন বাংলাদেশি আটক হওয়া নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে জানতে চাওয়া হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন,  ‘সংবাদপত্রে দেখেছি, ভারতে ১৮ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। কিন্তু আমরা এখনো নিশ্চিত না তারা বাংলাদেশি কি না। ’

এ বিষয়ে খোঁজ খবর নিয়ে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।