ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩ :ক্যাম্পাসে উত্তেজনা

জনাব আলী, রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রোববার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বরে সাড়ে ১২টায় এ সংঘর্ষ হয়।

 

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।  

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষে আহতরা হলেন, ভাষা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র সবুজ সারোয়ার, সংস্কৃত বিভাগের আশিষ, হিসাব বিজ্ঞানের তানিম। এদের মধ্যে সবুজ সারোয়ারকে গুরুতর আহত অবস্থায় বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।  

প্রত্যদর্শী  সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বরে ছাত্রলীগের বহিষ্কৃত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হোসাইন বিপু গ্রুপের কর্মী সাগর, আশিষ, তাকিম, তানিম, আবু, জুয়েল বহিষ্কৃত সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপুর কর্মী সবুজ সারোয়ারকে টুকিটাকি চত্বরে লাঠি-সোটা দিয়ে মারধর করে।

এর পর পরই ছাত্রলীগের উভয় গ্রুপের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেককে ভয়ে ছুটাছুটি করতে দেখা যায়।

পরে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া জানান, ‘নিজেদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র এ রকম সংঘর্ষ অত্যন্ত দুঃখজনক। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ’

সংঘর্ষের পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ