ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে জেল সুপার ও সাকা চৌধুরীর আইনজীবীর মধ্যে বাকবিতণ্ডা

তানভীর হোসেন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০
নারায়ণগঞ্জে জেল সুপার ও সাকা চৌধুরীর আইনজীবীর মধ্যে বাকবিতণ্ডা

নারায়ণঞ্জ: নারায়ণগঞ্জে রোববার দুপুরে সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম চৌধুরী-র সঙ্গে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপারের বাকবিতণ্ডা হয়েছে।

দুপুর ১২টায় ৩ জন আইনজীবীসহ তিনি জেলা কারাগারে সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে দেখা করতে গেলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।



এবিষয়ে দুপুর সাড়ে ১২টায় জেল গেটে উপস্থিত সাংবাদিকদের কাছে ব্যারিস্টার ফখরুরল ইসলাম চৌধুরী অভিযোগ করেন, ‘তিনিসহ অপর ৩ সহকারী নারায়ণগঞ্জ জেলা কারাগারে সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে দেখা করতে আসেন। এ সময় জেল সুপারের কাছে দেখা করার আবেদন জানালে তিনি তাদের জানান যে, সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে দেখা করা যাবে না। ’

তিনি সাংবাদিকদের জানান, ‘৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীকে হাজির করার কথা। এবিষয়ে আইনগত আলোচনা করার জন্য তারা এসেছিলেন। কিন্তু, জেল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। ’

এদিকে, জেল সুপার মোস্তাফিজুর রহমান এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দুপুরে ব্যারিস্টার ফখরুল ইসলাম চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে দেখা করার জন্য আবেদন করেন। কিন্তু, তিনি সত্যিই তার আইনজীবী কিনা, তা জানার জন্য সালাউদ্দিন কাদের চৌধুরীর কাছে আবেদনের কপি পাঠানো হয়। কিন্তু এ বিষয়ে কোনো উত্তর আসার আগেই তারা হৈ চৈ করে চলে যান। ’

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।