ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিএসএমএমইউ’তে প্রধানমন্ত্রীর তিন ঘণ্টা, রোগীদের দুর্ভোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০
বিএসএমএমইউ’তে প্রধানমন্ত্রীর তিন ঘণ্টা, রোগীদের দুর্ভোগ

ঢাকা: প্রধানমন্ত্রী আসবেন, তাই হাসপাতালের সব কার্যক্রম বন্ধ। এমনকি মুমূর্ষু রোগীকেও প্রবেশ নিষেধ।

জরুরি ওষুধ কিনতে বের হলেও ভেতরে যাওয়া যাবে না।

রোববার সকালে তিনঘণ্টায় এমন বিড়ম্বনায়ই পড়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আসা রোগী আর রোগীর স্বজনরা।

সকাল ১০টায় বিএসএমএমইউ’র বেশ কিছু বিভাগ উদ্বোধন করতে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে সকাল ৯টা থেকেই বন্ধ করে দেওয়া হয় হাসপাতালে আসা-যাওয়ার সব পথ। এ সময় হাসপাতালের প্রধান ফটকের সামনে দূর-দূরান্ত থেকে আসা রোগী ও রোগীর আত্মীয়-স্বজনদের ভিড় জমে যায়।

দুপুর ১২টা পর্যন্ত এ অবস্থা থাকায় অনেক রোগীকেই ফিরে যেতে দেখা যায়। এমনকি অ্যাম্বুলেন্স না পাওয়ায় স্ট্রেচারে করে রোগী বহনের দৃশ্যও চোখে পড়ে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আইসিইউ ও আধুানিক ওটি কমপ্লেক্স ও সেন্টার ফর নিরোডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেনের শুভ উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১২.৫৯ ঘণ্টা, ২৬ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।