ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জামালপুরে টিকেট কালোবাজারির কারাদণ্ড

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০
জামালপুরে টিকেট কালোবাজারির কারাদণ্ড

জামালপুর: রেলের টিকেট কালোবাজারির অভিযোগে জামালপুরে ভ্রাম্যমাণ আদালত এক জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা করেছে।
 
রোববার সকাল ১০টার দিকে জামালপুর জংশন স্টেশনে টিকেট বিক্রির সময় রেল পুলিশ আন্তঃনগর তিস্তা ট্রেনের ছয়টি টিকিট ও নগদ ৪ হাজার টাকাসহ নূরুল ইসলাম নামের একজনকে আটক করে।



পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জামালপুরের  নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী ভোক্তা অধিকার সংরণ আইনের আওতায় নূরুল ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ডের আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।