ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লা ও চট্টগ্রামে মামলা

টিআইবি চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, সমন জারি

রমেন দাশগুপ্ত, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০
টিআইবি চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, সমন জারি

চট্টগ্রাম: কুমিল্লার পর চট্টগ্রামেও রোববার টিআইবি’র চেয়ারম্যান, নির্বাহী পরিচালক ও সিনিয়র ফেলোর বিরুদ্ধে বিচার বিভাগকে হেয় করার অভিযোগে দু’টি মানহানির মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রামের দু’টি মামলায় ১৩ ও ৩০ জানুয়ারি অভিযুক্তদের আদালতে হাজির হওয়ার সমন জারি করা হয়েছে।

এছাড়া কুমিল্লার মামলায় একই আসামিদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা।

কুমিল্লা এবং চট্টগ্রামের তিন মামলার আসামিরা হলেন টিআইবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজ উদ্দিন খান, নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও সিনিয়র ফেলো ওয়াহিদ আলম।

চট্টগ্রামের মামলা

চট্টগ্রামে ফৌজদারী দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ১০৯ ধারায় তাদের বিরুদ্ধে বিচার বিভাগকে হেয় করার অভিযোগে দু’টি মামলা করা হয়।  

দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে একটি মামলা দায়ের করেন আইনজীবী মোহাম্মদ মহিউদ্দিন।

এ মামলায় অভিযুক্তদের আগামী ১৩ জানুয়ারি আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন সহকারী সরকারি কৌঁসুলি অশোক কুমার দাশ।

এছাড়া বিচার বিভাগীয় জ্যেষ্ঠ হাকিম কেশব চন্দ্র রায়ের আদালতে অপর মামলাটি দায়ের করেন জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য মো. মুজিবুল হক।

এ মামলায় ৩০ জানুয়ারি আদালতে হাজির হওয়ার সমন জারি হয়েছে বলে বাংলানিউজকে জানান সরকারি কৌঁসুলি আবুল হাসেম।

কুমিল্লার মামলা

এর আগে সকালে কুমিল্লার একটি আদালতে বিচার বিভাগ নিয়ে সন্দেহ প্রকাশ করার মামলায় আদালত টিআইবি’র ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

কুমিল্লার বিচার বিভাগীয় জ্যেষ্ঠ হাকিম আদালতে সকাল ১১টায় বিচার বিভাগ নিয়ে সন্দেহ প্রকাশ করায় টিআইবি’র চেয়ারম্যান, নির্বাহী পরিচালকসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন আইনজীবী মো. তৌহিদুর রহমান।

বিচারক গাজী অহিদুর রহমান মামলাটি আমলে নিয়ে টিআইবি’র ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান এম হাফিজ উদ্দিন, নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও সিনিয়র ফেলো ওয়াহিদ আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বাদী পে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।