ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০

মাদারীপুর: মাদারীপুর সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জামাল হাওলাদারকে (৩২) রোববার ভোরে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

মাদারীপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক জোবায়ের হোসেন বাংলানিউজকে জানান, মাদারীপুর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের কমিশনার মাহবুব হাওলাদারের লোকজন ভোরে হাজিরহাওলা এলাকার আজিত হাওলাদারের ছেলে মাদারীপুর সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জামাল হাওলাদারকে কুপিয়ে গুরুতর আহত করে।

পরে জামাল হাওলাদারের লোকজন মাহবুব কমিশনারদের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

মাদারীপুর সদর থানার ওসি মো.কায়ুম আলী সরদার বাংলানিউজকে জানান, ডিবি ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামালকে মারাত্মক আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, গত ১৬ ডিসেম্বর মাদারীপুর শহরে জামাল হাওলদারের নেতৃত্বে রাত সাড়ে ৯ টার দিকে জেলা শহরের প্রধান সড়কে কমিশনার মাহবুব হাওলাদারের গ্রুপের সদস্য আওয়ামী লীগ কর্মী মোস্তফা শিকদারের (৩০) ওপর হামলা করে। এরই জের ধরে জামাল হাওলাদারকে কুপিয়ে আহত করা হয়।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।