ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চাঁদপুরের সাবেক সাংসদ ডা. আঃ সাত্তার আর নেই

জি এম শাহীন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১০

চাঁদপুর: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চাঁদপুরের হাজীগঞ্জ-শাহরাস্তি এলাকা থেকে আওয়ামী লীগের টিকেটে দুইবার নির্বাচিত সংসদ সদস্য, প্রবীণ আওয়ামী লীগ নেতা ডা. আঃ সাত্তার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজেউন)।

শনিবার রাত ৯টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান।

মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। আঃ সাত্তার দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

মরহুমের প্রথম জানাজা রোববার সকাল সাড়ে ১১টায় হাজীগঞ্জ বড় মসজিদে, দ্বিতীয় জানাজা বেলা সাড়ে ১২টায় বলাখাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এবং দুপুর ২টায় পৈতৃক বাড়ি উচ্চঙ্গা মুন্সী বাড়ির সামনে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

মরহুম সাংসদকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।

আঃ সাত্তার চাঁদপুরের হাজীগঞ্জ-শাহরাস্তি এলাকা থেকে ১৯৭০ এবং ১৯৭৩ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ওই এলাকার প্রথম এমবিবিএস ডাক্তার ছিলেন।

বর্ষীয়ান এ সাংসদের মৃত্যুতে তার নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।