ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আন্তর্জাতিক ক্রিকেটের প্রাকটিস ভেন্যু বাগেরহাট স্টেডিয়াম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৩

বাগেরহাট: আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের প্রাকটিস ভেন্যু হিসেবে প্রস্তুত করা হচ্ছে বাগেরহাট জেলা স্টেডিয়ামকে।

বুধবার দুপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার ভেন্যু প্রস্তুতি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।



স্টেডিয়ামের উন্নয়নে দুটি আন্তর্জাতিকমানের ড্রেসিংরুম ও প্রেসবক্সসহ একশ ২৫ ফুট লম্বা দ্বিতল প্যাভেলিয়ন ভবন, মাঠের তিন পাশে গ্যালারি, মাটি ভরাট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সীমানা প্রাচীর, মাঠের নিরাপত্তা বেষ্টনী ও দর্শকদের চলাচলের জন্য প্রশস্ত রাস্তা নির্মাণ করা হবে।

বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার সেলিম আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৩
আরএমআই/এবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।