ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আরো এক গাড়ি পোড়ানোর মামলায় ডিপজলের জামিন

মবিনুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০
আরো এক গাড়ি পোড়ানোর মামলায় ডিপজলের জামিন

ঢাকা: বিতর্কিত চলচ্চিত্রাভিনেতা ও ঢাকা সিটির ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজল আরো একটি গাড়ি পোড়ানোর মামলায় বৃহস্পতিবার জামিন পেয়েছেন।

তবে পল্টন থানার বিস্ফোরক দিয়ে গাড়ি পোড়ানোর মামলায় তিনি জামিন না পাওয়ায় তাকে আপাতত কারাগারেই থাকতে হবে।


 
বৃহস্পতিবার ডিপজলকে পল্টন থানার মামলায় দুইদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়।

নতুন কোনো রিমান্ডের আবেদন না থাকায় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন  তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
অপরদিকে মিরপুর থানার আরো একটি গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আবু শাহেদ খান।

একই মামলায় ডিজপলের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক মিয়া।
 
এ মামলার সব ধারা জামিনযোগ্য ও অপর ১৯ আসামির সবাই জাামিনে থাকায় মহানগর হাকিম তানিয়া কামাল দশ হাজার টাকার মুচলেকায় ডিপজলের জামিন মঞ্জুর করেন।

গত ২০ ডিসেম্বর একই আদালত মিরপুর থানার একটি গাড়ি ভাংচুর ও আগুন দেওয়ার মামলায় ডিপজলের জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, পুলিশ পেটানোর অভিযোগে দারুসসালাম থানায় দায়ের হওয়া মামলায় গত ১৯ ডিসেম্বর জামিন পান ডিপজল। ওই দিন তাকে জেল গেট থেকে গ্রেপ্তার করে ২০ ডিসেম্বর দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।  

ডিপজল গত ২৮ নভেম্বর রাতে দারুসসালাম থানায় আত্মসমর্পণ করেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।