ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হিজবুত তাহরীরের ৬ কর্মী দু’দিনের রিমান্ডে

মবিনুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

ঢাকা: রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হওয়া হিযবুত তাহরীরের ৬ কর্মীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন আসামিদের আদালতে পাঠিয়ে দশ দিনের রিমান্ডের আবেদন করেন।


 
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম বেগম কামরুন্নাহার রুমি শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
 
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উত্তরার ১২ নম্বর সেক্টরের ৬/বি রোডের ৪১ নম্বর বাড়ির নিচতলা থেকে বোমা, বিপুল পরিমাণ জিহাদি বই ও লিফলেটসহ এদের গ্রেফতার করে পুলিশ ও গোয়েন্দা দল।
 
রিমান্ডকৃতরা হচ্ছেন- মো. ফয়সাল কবীর (৩০), মো. পারভেজ আহমেদ ওরফে ইঞ্জিনিয়ার পারভেজ (২৯), মো. মাসুদ পারভেজ (২৪), মো. মাহফুজুর রহমান (২১) ও মো. মাকসুদুর রহমান (২০), মো.  ইরফান আহম্মেদ (৩০)।

বুধবার রাতেই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা থানায় পৃথক দুটি মামলা হয়েছে। তবে বিষ্ফোরক মামলায় কোনো রিমান্ড চাওয়া হয়নি।

বাংলাদেশ সময় : ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।