ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষাকে মডেল করতে চায় বাংলাদেশ’

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

কলকাতা: পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে মডেল ধরে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সংস্কারের চিন্তা চলছে সরকারে। সম্প্রতি ভারতের বাঙালি অধ্যূষিত রাজ্যটির মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণের পর বাংলাদেশের সরকারি প্রতিনিধিদল এ আগ্রহের কথা প্রকাশও করেছে।



প্রতিনিধিদলটি পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা দপ্তর, মাদ্রাসা বোর্ড, নবনির্মিত আলিয়া বিশ্ববিদ্যালয় মাদ্রাসা সার্ভিস কমিশন ঘুরে দেখেন। কলকাতা, উত্তর ২৪ পরগণা ও বর্ধমান জেলার কয়েকটি মাদ্রাসায় ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সঙ্গেও কথা বলেন তারা।

পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্য বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘পশ্চিমবঙ্গকে মডেল ধরে আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে চাইছি। এ বিষয়ে আমরা দেশে ফিরে বাংলাদেশ সরকারকে রিপোর্ট দেব। ’

তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ পদ্ধতি, পৃথক সার্ভিস কমিশন ও সরকারি সাহায্যের হার আমাদের দেশের তুলনায় বেশী। এগুলো আমাদের ভাল লেগেছে। ’

তিনি বলেন, ‘বর্ধমান জেলার ওরগ্রামে এক মাদ্রসায় দেখলাম মুলিম সম্প্রদায়ের চেয়ে অন্য সম্প্রদায়ের ছাত্র সংখ্যা বেশি। প্রায় ৬৩ শতাংশ। ’

এদিকে পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ড. আবদুস সাত্তার বৃহস্পতিবার বাংলানিউজকে বলেন, ‘বাংলাদেশের ১০ সদস্যের প্রতিনিধি দলটি এক সপ্তাহ ধরে আমাদের রাজ্য ঘুরে অভিজ্ঞতা সঞ্চয় করে গেলেন। তাদের একটি প্রতিনিধিদল একই উদ্দেশে ইন্দোনেশিয়াতেও গেছে। এডিবি কর্তৃপক্ষের নির্দেশেই তারা এসেছিলেন। আমাদের এখানকার ব্যবস্থা যে ওদের ভাল লেগেছে তা জেনে সত্যিই ভাল লাগছে। ’

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।