ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গ্রামীণ ব্যাংক কেন রেগুলেটরি অথরিটিতে নিবন্ধিত নয়: সংসদীয় কমিটির প্রশ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০
গ্রামীণ ব্যাংক কেন রেগুলেটরি অথরিটিতে নিবন্ধিত নয়: সংসদীয় কমিটির প্রশ্ন

ঢাকা: গ্রামীন ব্যাংক কেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি-২০০৬ এর আওতায় নিবন্ধিত নয় তা মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির ৩২তম বৈঠকে ক্ষুদ্র্ ঋণ বিষয়ে আলোচনাকালে এ তথ্য জানতে চাওয়া হয়।



পরে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে কমিটির সভাপতি আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) বলেন, ‘২০০৬ সালে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি আইন করা হয়। কিন্তু গ্রামীন ব্যাংক এখনও কেন এই আইনের আওতায় নিবন্ধন নেয়নি সেটাই আমারা অর্থ মন্ত্রণালয়ের ব্যাকিং বিভাগের কাছে জানতে চেয়েছি। ’

তিনি আরও বলেন, ‘কমিটির বৈঠকে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা হয়নি। যদিও বেশ কিছু সংবাদ মাধ্যমে খবর এসেছে কমিটি ড. ইউনূসকে তলব করবে। গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বিরুদ্ধে আসা অভিযোগ নিয়ে সরকারের পক্ষ থেকে যেহেতু শিগগিরই একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে সেজন্য বৈঠকে আলাদা করে আলোচনা হয়নি। ’

সংসদ সচিবালয় সূত্র জানায়, যুবকের মতো আরও অনেক প্রতিষ্ঠান হঠকারিভাবে বাংলাদেশে কাজ করছে বলে যে অভিযোগ রয়েছে সে বিষয়ে অবিলম্বে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় বৈঠকে। যুবকের বিষয়ে মন্ত্রণালয়ের প থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা কমিটিকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়।

শেয়ার বাজার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে লোটাস কামাল বলেন, ‘বর্তমানে পুঁজিবাজার কোনো মৌল অবস্থায় নেই। অর্থমন্ত্রী বলেছেন বাজারে কারসাজির কারণে দরপতন হচ্ছে। সংসদীয় কমিটিও এটি খতিয়ে দেখবে। ’

আ হ ম মোস্তফা কামালের (লোটাস কামাল) সভাপতিতে কমিটির সদস্য অধ্যাপক মোঃ আলী আশরাফ, একেএম মাঈদুল ইসলাম, এম কে আনোয়ার, মো. তাজুল ইসলাম, এমএ মান্নান এবং ফরিদা রহমান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি’র নির্বাহী ভাইস-চেয়ারম্যার খন্দকার মাজহারুল হক, পিকেএসএফ এর এমডি ড. কাজী মেসবাহউদ্দিন আহমেদ, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোঃ নুরুন নবী তালুকদার এবং সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. মশিউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।