ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় ৪০ বিডিআর সদস্যের বিচার ২ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি

শরীফ বিশ্বাস, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

কুষ্টিয়া: কুষ্টিয়ায় ৩২ রাইফেল্স ব্যাটালিয়নের ৪০ জওয়ানের বিচার কার্যক্রম আগামী বছরের ২ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। এদিন যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক পরবর্তীতে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবেন।




বিডিআর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত ১৭-তে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বিচার কার্যক্রম শুরু হওয়ার পর ৪০ বিদ্রোহী জওয়ানের বিরুদ্ধে স্যাগ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হয়। এরপর আদালতের কার্যক্রম আগামী বছরের ২ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি ঘোষণা করেন বিচারক।

এ ছাড়া বৃহস্পতিবার দুপুরের পর কুষ্টিয়া সদরের ১২ জওয়ান এবং চুয়াডাঙ্গা ৩৫ রাইফেল্স ব্যাটালিয়নের ১৮ বিদ্রোহী জওয়ানের বিরুদ্ধে স্যাগ্রহণ ও শুনানি শুরু হয়েছে।

আদালতে ৩ সদস্যের বিচারক প্যানেলে রয়েছেন বিডিআরের কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল নজরুল ইসলাম সরকার, লে. কর্নেল সালাউদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।