ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বাংলানিউজের সঙ্গে আলাপ

এক-এগারোর পরের চেয়ে বেশি রাজস্ব আদায় করেছি: এনবিআর চেয়ারম্যান

জাহিদুর রহমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০
এক-এগারোর পরের চেয়ে বেশি রাজস্ব আদায় করেছি: এনবিআর চেয়ারম্যান

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জনগণকে আস্থায় নিয়ে রাজস্ব বাড়াতে চায় বলে মন্তব্য করে বোর্ডের চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদ বলেছেন, ‘এক-এগারোর প্রেক্ষাপটে ভয়ভীতি দেখিয়ে যে রাজস্ব আদায় করা হয়েছে তার চেয়ে আমরা বেশী রাজস্ব আদায় করেছি। ’

দুপুরে সাভার পৌর কমিউনিটি সেন্টারে ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় সভায় যোগ দিতে এসে বাংলানিউজের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এ কথা বলেন।



এ সময় আয়কর ফাঁকি ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন এনবিআর চেয়ারম্যান।

তিনি বলেন, ‘বোর্ডের গোয়েন্দা দল সক্রিয় রয়েছে। আয়কর ফাঁকি ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ’

আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলের বিরুদ্ধে আয়কর ফাঁকি মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘কেবল কোনো ব্যক্তি বা নেতাই নন, কর ফাঁকিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বোর্ডের স্বাভাবিক ও নিয়মিত কাজ। ’

দেশে প্রায় ২৫ লাখ নিবন্ধিত আয়কর দাতার মধ্যে অর্ধেক নিয়মিত কর দেন বলে জানান এনবিআর চেয়ারম্যান।

এছাড়া ব্যবসায়ীদের মূল্য সংযোজন কর (মূসক) প্রদানে এগিয়ে আসারও আহবান জানান তিনি।

আয়কর হার কমিয়ে আনতে এনবিআর কাজ করে যাচ্ছে মন্তব্য করে  চেয়ারম্যান বলেন, ‘এ ব্যাপারে পরিা-নিরীা চলছে। আগামী বাজেটে এর প্রতিফলন পাওয়া যাবে। ’

এদিকে, মূল্য সংযোজন কর প্রদানে উদ্বুদ্ধকরণ, ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার (ইবিআর) ব্যবহার, মূসক সংক্রান্ত দলিলাদি যথাযথভাবে সংরণে সচেতনার বাড়াতে কাস্টমস এক্সসাইজ এবং ভ্যাট মিরপুর বিভাগ ও সাভার সার্কেলের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এনবিআর চেয়ারম্যান।
 
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘মুসকেই অর্থনৈতিক উন্নতি নিহিত। সরকার এ খাত থেকেই সবচেয়ে বেশী প্রায় ৬০ শতাংশ রাজস্ব পেয়ে থাকে। ’

তিনি বলেন, ‘ইসিআর ব্যবহার বাধ্যতামূলক হলেও আমরা কিন্তু আইনি পদেক্ষেপ যাইনি। আমরা বোঝানোর চেষ্টা করেছি-তারা জনগণের কাছ থেকে যে রাজস্বটা নেন তা যেন সরকারি কোষাগারে জমা দেন। ’

রাজস্ব বোর্ডকে আরো গতিশীল করতে আগামী জানুয়ারির মধ্যে আরো ১শ’ ৫২ জন ইন্সপেক্টর পদ মর্যাদার কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলেও জানান বোর্ড চেয়ারম্যান।

কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট ঢাকা উত্তরের কমিশনার এনায়েত হোসেনের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও  ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এনবিআর সদস্য আব্দুল মান্নান পাটোয়ারী, মিরপুর বিভাগের ডেপুটি কমিশনার প্রমীলা সরকার, সাভার সার্কেলের রাজস্ব কর্মকর্তা ওমর ফারুক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।