ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সার্ক পিপলস ফোরাম ঢাকা কনফারেন্স ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

ঢাকা: প্রকৃতি বিষয়ে সচেতনতা তৈরি করতে দু’দিনব্যাপী সার্ক পিপলস ফোরামের ঢাকা কনফারেন্স ২৬ ডিম্বেবর শুরু হচ্ছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসকাবের মিডিয়া কর্নারে ন্যাচার হিউম্যান সেন্ট্রিক পিপলস মুভমেন্ট-বাংলাদেশ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।



সংবাদ সম্মেলেনে কনফারেন্স উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়।

২৬ ডিসেম্বর কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠান হবে জাতীয় প্রেসকাব মিলনায়তনে এবং ২৭ ডিসেম্বর র‌্যালি ও চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হবে।

র‌্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে শুরু হয়ে দোয়েল চত্বর হয়ে প্রেসকাবে গিয়ে শেষ হবে। চিত্র প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে চরুকলার ছবি হাটে।

এর আগে ভারত ও নেপালে এ কনফারেন্স অনুষ্ঠিত হলেও বাংলাদেশে এবারই প্রথম।
 
কনফারেন্সে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মোট চারশ’ প্রতিনিধি অংশ নেবেন।

ন্যাচার হিউম্যান সেন্ট্রিক পিপলস মুভমেন্ট বাংলাদেশ’র সদস্য শাহাদত ইসলাম চৌধুরী বলেন, ‘বিশ্ব নেতারা মানবকেন্দ্রিক চিন্তা করছেন না। ফলে বিশ্ব হুমকির মুখে পড়ছে। আমরা যদি এখনই এ অবস্থা থেকে সরে না আসি তবে মানবসম্পদ ভয়াবহ হুমকির মুখে পড়বে। ’

ভারতীয় প্রতিনিধি ও ফোরামের সদস্য সজন কুমার বলেন, ‘পৃথিবীটাকে বাঁচাতে হলে প্রকৃতির উপর নির্ভরশীলতা বাড়াতে হবে। ’

সম্মেলনে বক্তব্য রাখেন ফোরামের সদস্য মো. মোস্তাফিজুর রহমান খান, রফিকুল ইসলাম পথিক, শারমীন ইসলাম ডেইজি এবং ভারতীয় প্রতিনিধি রূপচাঁদ।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।