ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ড. ইউনূসের পদত্যাগ বিষয়ে মন্তব্য করতে অর্থমন্ত্রীর অস্বীকৃতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০
ড. ইউনূসের পদত্যাগ বিষয়ে মন্তব্য করতে অর্থমন্ত্রীর অস্বীকৃতি

ঢাকা: গ্রামীণ ব্যাংকের কর্ণধার ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠানটি থেকে পদত্যাগ বিষয়ে যে খবর শোনা যাচ্ছে, সে বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (আইডিসিওএল) এর সঙ্গে বৃহস্পতিবার সকালে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন।



অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘ড. ইউনূস সংক্রান্ত নরওয়ের প্রতিবেদন আগেই পেয়েছি। গ্রামীণ ব্যাংকের প্রতিবেদন আজকে দেওয়া হয়েছে। এ ব্যাপারে একটি কমিটি গঠন করা হবে। এ কমিটির রিপোর্ট দুটি পর্যালোচনা করার পর সিদ্ধান্ত জানানো হবে। ’

তিনি বলেন, ‘একটি জাতীয় দৈনিক আমার বাসায় বৈঠক সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। কিন্তু কোনো বৈঠক আমার বাসায় হয়নি এবং প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমানও আমার বাসায় আসেননি। ’

অর্থমন্ত্রী বলেন, ‘আজকে অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে ক্ষুদ্র ঋণ বিষয়ক বৈঠক হওয়ার কথা। সেখানে ড. ইউনূস যেতেই পারেন, তবে সেটা তার বিষয়। ’

বক্তব্যের শেষে তিনি বলেন, ‘আমাদের সংবাদ মাধ্যমগুলো অন্যের দোষ খুঁজতে ব্যস্ত। ’

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩২০ ঘন্টা, ডিসেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।