ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রিমান্ড চাওয়া হচ্ছে গ্রেপ্তার হিজবুত তাহরীরের কর্মীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

ঢাকা: রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হওয়া হিযবুত তাহরীরের ৬ কর্মীকে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হচ্ছে।

বৃহস্পতিবার উত্তরা থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন বাংলানিউজকে এ কথা জানিয়েছেন।



তিনি বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন জানিয়ে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার বোমাসহ বিপুল পরিমাণ জিহাদী বই ও লিফলেটসহ এদের গ্রেপ্তার করে পুলিশ ও গোয়েন্দা দল।

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) আকরাম হোসেন বাংলানিউজকে আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা থানা পুলিশ ও ডিবি’র একটি দল বুধবার উত্তরার বিভিন্ন স্থানে অভিযান চালায়।

অভিযানে সন্ধ্যা সাড়ে ছয়টায় উত্তরার ১২ নম্বর সেক্টরের ৬/বি রোডের ৪১ নম্বর বাড়ির নিচতলা থেকে ছয় হিজবুত তাহরীরের সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- মো. এহসান আহম্মেদ (৩০), মো. ফয়সাল কবীর (৩০), মো. পারভেজ আহমেদ ওরফে ইঞ্জিনিয়ার পারভেজ (২৯), মো. মাসুদ পারভেজ (২৪), মো. মাহমুদুর রহমান (২১) ও মো. মাকসুদুর রহমান (২০)।

এ সময় তাদের কাছ থেকে দু’টি পেট্রল বোমাসহ বিপুল সংখ্যক জেহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়।

এস আই আকরাম হোসেন বাংলানিউজকে বলেন, ‘এদের কেউ কেউ বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। বাকিরা রাজধানীর বিভিন্ন মাদ্রাসা থেকে পাশ করেছে অথবা অধ্যয়নরত। ’

তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ছয়জনই হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য এবং উত্তরায় অবস্থান করে সাংগঠনিক কর্মকাণ্ড চালাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

বুধবার রাতেই গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

উত্তরা থানার এসআই মো. জাহাঙ্গীর বাদী হয়ে এ মামলা করেন বলে জানান আকরাম।

বাংলাদেশ সময় ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।