ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অসহায় মানুষেরা প্রকৃত বিচার পায় না: বিচারপতি গোলাম রাব্বানী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১০
অসহায় মানুষেরা প্রকৃত বিচার পায় না: বিচারপতি গোলাম রাব্বানী

ঢাকা: বিচারপতি গোলাম রাব্বানী বলেছেন, ‘যাদের গায়ের জোর আছে তাদের আদালতের প্রয়োজন হয় না। যারা অসহায় তারাই আদালতে আসে।

কিন্তু দেশের প্রচলিত বিচার ব্যবস্থায় অসহায় মানুষেরা প্রকৃত বিচার পায় না। ’

শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে সাপ্তাহিক পত্রিকা ‘সাপ্তাহিক’ ও অ্যাকশন এইড বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘খাস জমি, ভূমি ব্যবস্থাপনা ও জনস্বার্থ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

বিচারপতি গোলাম রাব্বানী বলেন, ‘দেশের প্রচলিত আইন, সংবিধান, সরকারি চাকরির বিধানে কোথাও জেলা প্রশাসক শব্দটি নেই। আছে ডেপুটি কমিশনার। অথচ তারা জেলা প্রশাসকের সাইনবোর্ড টানিয়ে দেশ স্বাধীন হওয়ার পরও আমাদের শাসন করে যাচ্ছেন। এ অবস্থায় বিচার সবার জন্য সমান ও সার্বজনীন হতে পারে না। ’

এ অবস্থার উন্নতির জন্য স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর করা প্রয়োজন বলে অভিমত দেন তিনি।

তিনি বলেন, ‘যার যার উন্নতির দায়িত্ব দিতে হবে তাকে তাকে। এ ক্ষেত্রে কোনো আপস চলবে না। তা হলে চিড়া মুড়িতেও মানুষের অতৃপ্তি থাকবে না। ’

তিনি আরো বলেন, ‘দেশের অব্যবস্থাপনার মূলে আছে অতিরিক্ত জনসংখ্যা। এ পরিস্থিতি অতিক্রমের একমাত্র উপায় সামাজিক দায়বদ্ধতা। এজন্য প্রচলিত ভোগবিলাসের জীবন থেকে আমাদের সরে এসে সনাতন জীবন ধারায় ফিরতে হবে। তা না হলে প্রচলিত বিচারব্যবস্থা দিয়ে যাবতীয় অন্যায় দূর করা সম্ভব হরে না। ’

স্থানীয় সময়: ১৩০১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।