ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নৌ-পরিবহন মন্ত্রীকে বিআইডব্লিওটিএ কর্মকর্তা ও কর্মচারী সংগ্রাম পরিষদের স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০
নৌ-পরিবহন মন্ত্রীকে বিআইডব্লিওটিএ কর্মকর্তা ও কর্মচারী সংগ্রাম পরিষদের স্মারকলিপি

ঢাকা: কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিল ও জীবন বিমা তহবিলের আত্বসাৎকরা টাকা আদায় ও দোষীদের শাস্তির দাবিতে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বরাবরে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিওটিএ) কর্মকর্তা ও কর্মচারী সংগ্রাম পরিষদ।

বুধবার দুপুরে এ স্মারকলিপি দেওয়া হয়।

এর আগে একই দাবিতে প্রতিবাদ সমাবেশ বিআইডব্লিওটিএ ভবনের নিচ তলায় অনুষ্ঠিত হয়। এতে আগামী ৭ দিনের মধ্যে আত্বসাৎকরা অর্থ কোষাগারে ফিরিয়ে আনাসহ এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সংগ্রাম পরিষদের নেতারা।

বিআইডব্লিওটিএ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআইডব্লিওটিএ এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান, গোলাম ইনুর আহমেদ, আব্দুল মোতালেব প্রমূখ।    

বাংলাদেশ সময় ১৭৪০ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।