ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাকাচৌ’কে ৩০ ডিসেম্বর ট্রাইবুনালে হাজিরের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০
সাকাচৌ’কে ৩০ ডিসেম্বর ট্রাইবুনালে হাজিরের নির্দেশ

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামী ৩০ডিসেম্বর হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার ট্রাইবুনাল কারা কর্তৃপক্ষকে এ আদেশ দেন।



বুধবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলাম এক প্রেসব্রিফিংয়ে জানান, ট্রাইবুনাল সাকা চৌধুরীর বিরুদ্ধে ১৯ ডিসেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানা তামিল সংক্রান্ত ডিএমপি কমিশনারের পাঠানো প্রতিবেদন আজ ট্রাইব্যুনালের কাছে উপস্থাপন করা হয়েছে। ট্রাইব্যুনাল প্রতিবেদনটি পর্যালোচনা করে সাকা চৌধুরীকে আগামী ৩০ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। ’

উল্লেখ্য, সাকা চৌধুরী এ মামলায় গ্রেপ্তার হওয়ার আগেই হরতালে গাড়ি পোড়ানো ও ফারুক হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। পরে তাকে এ মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়।

বাংলাদেশ সময়: ১৭১০ঘণ্টা,  ডিসেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।