ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যুদ্ধাপরাধের অভিযোগে চাঁদপুরে মামলা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০

চাঁদপুর: যুদ্ধাপরাধের অভিযোগে চাঁদপুরের আদালতে মামলা হয়েছে। বুধবার দুপুরে চাঁদপুরের বিচার বিভাগীয় হাকিম মো. মোরশেদ আলমের আদালতে মামলা করেন ফরিদগঞ্জ উপজেলার আলোনিয়া গ্রামের প্রয়াত রুস্তুম আলীর ছেলে মো. আব্দুল লতিফ।



আদালত অভিযোগ আমলে নিয়ে ফরিদগঞ্জ থানাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

ফরিদগঞ্জ উপজেলার আলোনিয়া গ্রামের জাবক্স বেপারীর ছেলে আলী আহমেদ (৬৫) এবং অজ্ঞাত নয় জনকে মামলায় আসামি করা হয়েছে।

মামলায় বলা হয়, আসামি আলী আহমেদ আরো ৮/১০ জনকে নিয়ে ১৯৭১ সালের ১৫ এপ্রিল থেকে ২ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনীর যোগসাজশে বাদীকে হত্যার উদ্দেশে ঘরে আগুন জ্বালিয়ে ২০ হাজার টাকার মালামাল লুট করে।

পরবর্তীতে আসামিরা বাদীর বাড়ির পাশের একটি বাড়িতে  ঢুকে সংস্যালুগো চম্পকাকে ধর্ষণ করে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রাখে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করে। অনেককে গোপনে বাড়ি থেকে ডেকে হত্যা করে।

বাদী তার আর্জিতে আরো উল্লেখ করেন, দেশ স্বাধীন হওয়ার পর ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।