ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোজ্যতেলের নতুন মূল্য: সয়াবিন ৯০, পামঅয়েল ৮৬ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০
ভোজ্যতেলের নতুন মূল্য: সয়াবিন ৯০, পামঅয়েল ৮৬ টাকা

ঢাকা: আরও একদফা বাড়ানো হলো ভোজ্যতেলের মূল্য। বৃহস্পতিবার থেকে ঢাকাসহ সারাদেশের বাজারে সয়াবিন লিটারপ্রতি সর্বোচ্চ ৯০ ও পামঅয়েল ৮৬ টাকা করে বিক্রি হবে।

তবে চট্টগ্রামে উভয় ধরনের তেলেই এক টাকা করে কম মূল্য ধরা হয়েছে।

বোতলজাত তেলের ক্ষেত্রে নির্ধারিত মূল্যের সর্বোচ্চ ১৫ শতাংশ বেশি রাখার পূর্বসিদ্ধান্ত বহাল থাকবে।

বৃহস্পতিবার থেকে কার্যকর হতে যাওয়া এ সর্বোচ্চ খুচরা মূল্য ১৫ দিন বলবৎ থাকবে।

বুধবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত কমিটির এক বৈঠক শেষে এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ সাংবাদিকদের এ কথা জানান।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।