ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

১০টি শহরে প্রাণের ইভ টিজিংবিরোধী কনসার্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০
১০টি শহরে প্রাণের ইভ টিজিংবিরোধী কনসার্ট

ঢাকা: ইভ টিজিং প্রতিরোধে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে কনসার্টের আয়োজন করছে প্রাণ গ্রুপ। দেশের ১০টি স্থানে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।



বুধবার দুপুর ১২টায় সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রাণ গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার ফারহান রশিদ বলেন, ‘ইভ টিজিং একটি সামাজিক ব্যাধি। বর্তমান সময়ে সমাজে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এর ফলে আমরা পিছিয়ে পড়ছি। সমাজের প্রতি দায়িত্ব থেকে প্রাণ গ্রুপ এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে এসেছে। ’

কনসার্টের স্লোগান রাখা হয়েছে ‘প্রাণ আপ হাতে নাও, ইভটিজিং রুখে দাও’।

সংবাদ সম্মেলনে উপস্থিত শিল্পী আইয়ুব বাচ্চু বলেন, ‘ইভ টিজিং আর ইভ টিজিংয়ের পর্যায়ে নেই। এটা এখন খুনের পর্যায়ে চলে গেছে। একে প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। ’

শিল্পী শাফিন আহমেদ বলেন, ‘ব্যান্ড মিউজিক তরুণদের কাছে একটি আকর্ষণীয় বিষয়। ইভ টিজিং সমস্যা রোধে সচেতনতা বৃদ্ধিতে কর্পোরেট হাউসগুলোর এগিয়ে আসা উচিত। ’

ফারহান রশিদ বলেন, ‘১০টি বিভাগীয় ও জেলা শহরে ইভ টিজিংবিরোধী কনসার্ট অনুষ্ঠিত হবে। প্রথম কনসার্টটি অনুষ্ঠিত হবে রাজশাহীতে ২৫ ডিসেম্বর এবং সর্বশেষ কনসার্টটি হবে ১ বৈশাখ, ঢাকায়। বাকি জেলাগুলো হচ্ছে- চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, রংপুর ও যশোর। ’

তিনি বলেন, ‘প্রতিটি কনসার্ট সংশ্লিষ্ট শহরের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে ঢাকার বিষয়টি এখনো নির্ধারণ করা হয়নি। ’

কনসার্ট চলাকালে যাতে কোনো ধরনের ইভ টিজিংয়ের মতো ঘটনা না-ঘটে সে জন্য প্রতিটি ভ্যেনুতে মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে বলেও জানান ফারহান রশিদ।

তিনি আরো বলেন, ‘এরপরও কিছু ঘটলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ’

ব্র্যান্ড ম্যানেজার বলেন, ‘কনসার্টগুলোতে বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে। তবে ভ্যেনুতে প্রবেশের সময় প্রাণ-আপ-এর ৫০০ মিলি-এর একটি বোতলের লেবেল জমা দিতে হবে। ’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মাইলসের হামিম আহমেদ, প্রাণ গ্রুপের হেড অব ইভেন্ট, আদিল খান।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।