ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মার্চে পোল্ট্রি সপ্তাহ পালন

এবার অ্যানথ্রাক্স নিয়ে মিডিয়াকে দুষলেন লতিফ বিশ্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০
এবার অ্যানথ্রাক্স নিয়ে মিডিয়াকে দুষলেন লতিফ বিশ্বাস

ঢাকা: দেশে অ্যানথ্রাক্স আতঙ্ক ছড়ানোর পেছনে এবার সংবাদ মাধ্যমকে দায়ী করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।

এর আগে তিনি এর পেছনে কয়েকটি কোম্পানির জড়িত থাকার কথা বলেছিলেন।



এদিকে, দেশে প্রথমবারের মতো পোল্ট্রি সপ্তাহ পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী মার্চ মাসে এ সপ্তাহ দেশজুড়ে পালন করা হবে বলে জানান তিনি।

বুধবার রাজধানীতে ব্র্যাক আয়োজিত একটি কর্মশালায় লতিফ বিশ্বাস বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি খাদ্য নিরাপত্তা বাড়ানো ও খামারীদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে পোল্ট্রি সপ্তাহ ভূমিকা রাখবে।

এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরকে আরও কার্যকর করার অঙ্গীকার করে মন্ত্রী বলেন, ‘আগামী ১৫ দিনের মধ্যে এ অধিদপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্য পদ পূরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ’

জেলা পর্যায় থেকে এ অধিদপ্তরের কার্যক্রম ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

এ সময় মন্ত্রী মৎস্য ও প্রণিসম্পদ মন্ত্রণালয়ের স্থগিত হয়ে যাওয়া ুদ্রঋণ প্রকল্প আবার চালু করা হবে বলে জানান।

তিনি বলেন, ‘এজন্য বিভিন্ন ব্যাংকে জমা থাকা একশ’ কোটি টাকা ুদ্র ঋণ হিসেবে বিতরণ করা হবে। ’

দুধ ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দুধের চাহিদা পূরণে মিল্ক ভিটার মতো আরেকটি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। ৩০টি ক্রয় কেন্দ্রের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন আড়াই হাজার লিটার দুধ সংগ্রহের ব্যবস্থা করা হবে। ’

তিনি জানান, পোল্ট্রি শিল্পের জন্য পদক্ষেপের অংশ হিসেবে দেশে ৭টি সরকারি হ্যাচিং মেশিন বসানো হবে।

বার্ড ফু মোকাবেলায় সরকারি ক্ষতিপূরণ বাড়ানো হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘রোগাক্রান্ত মুরগী মেরে ফেলা হলে সরকার যে ক্ষতিপূরণ দেয় তার হার বৃদ্ধি করা হয়েছে। ’

তিনি জানান, লেয়ার মুরগীর জন্য ক্ষতিপূরণ ৯০ থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে। ব্রয়লারের জন্য ৬০ থেকে ১২০ টাকা করা হয়েছে।

সম্প্রতি দেশে গবাদি পশু ও মানুষের মধ্যে অ্যানথ্রাক্স রোগের ছড়িয়ে পড়া, জনমনে আতঙ্ক তৈরি হওয়া এবং তার অবসান হওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এ বছর মিডিয়ার মাধ্যমে বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়ানো হয়েছে। ’

পরিসংখ্যান উল্লেখ করে তিনি বলেন, ‘গত বছর ৪৪৯টি গবাদি পশু মারা গেলেও এ বছর মাত্র ১০৮টি মারা  গেছে।

এর আগে তিনি অ্যানথ্রাক্স আতঙ্ক ছড়ানোর পেছনে কয়েকটি কোম্পানির জড়িত থাকার কথা বলেছিলেন।

ব্র্যাকের পরিচালক শিপা হাফিজের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ আলী, চ্যানেল আই’র পরিচালক শাইখ সিরাজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফেজুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।