ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়

১৪৩ চিকিৎসকের নিয়োগ অবৈধের রায় স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, ডিসেম্বর ২০, ২০১০

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২৩৬ চিকিৎসকের নিয়োগ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের যে রায় দিয়েছিলেন এর মধ্যে ১৪৩ জনের বিষয়ে ওই রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগ।

সোমবার আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি এস কে সিনহা এ স্থগিতাদেশ দেন।



ছয় সপ্তাহের জন্য এ স্থগিতাদেশ দেওয়া হয়।

গত ১৪ ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ জোট আমলে নিয়োগ পাওয়া ২৩৬ জন চিকিৎসকের নিয়োগ অবৈধ ঘোষণা করে রায় দেন। তাদের মধ্যে ১৪৩ জনের পে স্থগিতাদেশ চেয়ে আপিল করা হয়।
 
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশের আবেদন করেন আইনজীবী ড. এম জহির।

২০০৫ সালের ১৮ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত চূড়ান্ত রায়ে ওই চিকিৎসকদের নিয়োগ অবৈধ ঘোষণা করা হয়।

সে সময় রিটটি দায়ের করেছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ড. ইকবাল আর্সলান।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ