ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আর্টিলারি রেজিমেন্টের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১০

চট্টগ্রাম: আর্টিলারি রেজিমেন্টের ৭৫ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ সোমবার অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামের হালিশহরস্থ আটিলারি সেন্টার অ্যান্ড স্কুলে (এসিএন্ডএস)- অনুষ্ঠিত এ কুচকাওয়াজে মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদদীন, এনসিডি, পিএসসি, এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া, প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন এবং রিক্রুটদের সালাম গ্রহণ করেন।



ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল হালিম, পিএসসি, জি, কমান্ড্যান্ট, আর্টিলারি সেন্টার ও স্কুল, হালিশহর চট্টগ্রাম, প্রধান অতিথিকে ‘শহীদ মেজর নজমুল হক প্যারেড গ্রাউন্ডে’ অভ্যর্থনা জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের পদস্থ সামরিক কর্মকর্তা এবং আর্টিলারি সেন্টার ও স্কুলের সকল অফিসার, ওয়ারেন্ট অফিসার ও অন্যান্য পদবীর  সৈনিকরা উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথি প্রশিক্ষণের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রিক্রুটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

ওসিইউ প্রশান্ত মৃ সর্ববিষয়ে সর্বশ্রেষ্ঠ রিক্রুট হিসেবে বিবেচিত হন।

এছাড়াও ফায়ারিং ড্রিল ও শরীরচর্চা প্রশিক্ষণে যথাক্রমে ডিএমটি মো. মোস্তাকিম হোসেন, ডিএমটি টিটু মং এবং ডিএমটি মো. সোহাগ হোসেন শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে ট্রফি গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ