ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকার ঐতিহ্যবাহী খাবারের মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার

সিনিয়র কসেরপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১০
ঢাকার ঐতিহ্যবাহী খাবারের মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার

ঢাকা: ঢাকার ৪০০ বছরের ঐতিহ্যকে ধরে রাখতে দ্বিতীয়বারের মতো ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে বৃহস্পতিবার শুরু হচ্ছে ‘সিটি গ্রুপ টেস্ট অব ঢাকা-২০১০’।

ঢাকা কেন্দ্র ও স্পেলবাউন্ড এর যৌথ উদ্যোগে কলাবাগান ক্রীড়াচক্র মাঠে তিনদিনব্যাপী এ খাবারের মেলা অনুষ্ঠিত হবে।



সোমবার জাতীয় প্রেসকাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলা আয়োজনের ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব শফিক আলম মেহেদী।
মেলার বিভিন্ন দিক তুলে ধরেন ঢাকা’র ৪০০বছর পূর্তি উদযাপন কমিটির আহবায়ক ও ঢাকা কেন্দ্র’র চেয়ারম্যান মোহাম্মদ আজিম বখশ ও স্পেলবাউন্ডের সাদেকুল আরেফিন।

মেলায় প্রায় ৫০টি স্টল থাকবে। মেলায় থাকবে দি স্টার, হাজী’র বিরিয়ানী, ক্যাফে কর্ণার, নান্না’র মোরগ পোলাও, শমসের এর ভুনা খিচুরী, হাজীর মাখন তেহারী, মুস্তাকিম এর চপ, বাকরখানী, বিউটি লাচ্ছি, বড় বাপের পোলায় খায়সহ বিভিন্ন খাবারের সমারোহ ।

মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।     

এছাড়াও প্রতিদিনের সাংস্কৃতিক আয়োজনে থাকবে কাওয়ালী, ছাদ পেটানো গান, বাউল গান এবং ঢাকাইয়া কৌতুক।

বাংলাদেশ সময়: ১৫৪৫ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।