ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাবিতে সাকা’র কুশপুতুল দাহ, মিষ্টি বিতরণ

জনাব আলী, রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১০

রাবি: যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত বিএনপি’র স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ক্যাম্পাসে আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করেছে।

এসময় এসময় এক সংপ্তি সভাশেষে মিছিলকারীরা সাকা চৌধুরীর কুশপুতুল পোড়ান।


 
সোমবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয় ঘাতক দালাল নির্মূল কমিটির রাবি শাখা  সভাপতি সাদ্দাম হোসেন টিপুর নেতৃত্বে আনন্দ মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদণি করে  বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সংক্ষিপ্ত এক সমাবেশে মিলিত হয়।  

সমাবেশে সাদ্দাম হোসেন টিপু বলেন, ‘যুদ্ধাপরাধী সাকা চৌধুরীকে গ্রেফতার করায় আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। ’

বক্তারা অবিলম্বে গোলাম আজম, নিজামীসহ সব যুদ্ধাপরাধী ও দেশবিরোধী শক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানান।

বাংলাদশে সময়: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।