bangla news

মাদারীপুর সদর, মদন, চাঁদপুর সদর পৌর নির্বাচনে বাধা নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-১২-২০ ২:৫৭:৪৯ এএম

মাদারীপুর সদর, নেত্রকোনার মদন এবং চাঁদপুর সদর পৌরসভার নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই। সোমবার চেম্বার জজ বিচারপতি এসকে সিনহা এ তিন পৌরসভার নির্বাচন স্থাগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন।

ঢাকা: মাদারীপুর সদর, নেত্রকোনার মদন এবং চাঁদপুর সদর পৌরসভার নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই।

সোমবার চেম্বার জজ বিচারপতি এসকে সিনহা এ তিন পৌরসভার নির্বাচন স্থাগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন।

এদিন মাদারীপুর সদর ও নেত্রকোনার মদন পৌরসভার নির্বাচনে হাইকোর্টের স্থাগিতাদেশের বিরুদ্ধে সরকার পক্ষ চেম্বার জজ আদালতে আপিল করে। অপরদিকে চাঁদপুর সদর পৌরসভার নির্বাচনের স্থগিতাদেশের বিরুদ্ধে ভোটারদের পক্ষে অ্যাডভোকেট আমিনউদ্দিন আপিল করেন।

আমিনউদ্দিনের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার মাহাবুব শফিক ও ফজলুর রহমান।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর চাঁদপুর সদর পৌরসভা, ১৫ ডিসেম্বর মাদারীপুর সদর ও নেত্রোকোনার মদন পৌরসভার নির্বাচন স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১০

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2010-12-20 02:57:49