ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আমাদের অর্থনীতি ছাড়লেন বিশ্বজিৎ দত্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৩
আমাদের অর্থনীতি ছাড়লেন বিশ্বজিৎ দত্ত

ঢাকা: দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকা ছেড়ে দিলেন পত্রিকাটির উপ সম্পাদক বিশ্বজিৎ দত্ত। বুধবার তিনি পদত্যাগ করেন।

 

একইদিন বিকেলে বিশ্বজিৎ দত্ত টেলিফোনে বাংলানিউজকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। সম্পাদকীয় নীতির সঙ্গে মত পার্থক্য তৈরি হওয়ায় মূলত তিনি পদত্যাগ করেছেন বলেও জানিয়েছেন তিনি।

বিশ্বজিৎ দত্ত আমাদের অর্থনীতির সূচনালগ্ন থেকে পত্রিকাটির সঙ্গে জড়িত ছিলেন। পত্রিকাটির  সম্পাদক ও প্রকাশক সাংবাদিক নাঈমুল ইসলাম খান। তিনি আমাদের নতুন সময় নামে প্রকাশিতব্য একটি দৈনিকে শিগগিরই যোগ দিচ্ছেন বলে জানা গেছে।

বিশ্বজিৎ দত্ত মানবজমিন দিয়ে তার সাংবাদিকতার পেশাজীবন শুরু করেন। এরপর যায়যায়দিন প্রতিদিন, মাতৃভূমি ও দৈনিক সংবাদে কাজ করেন। তিনি আমাদের সময় পত্রিকায় প্রধান প্রতিবেদক ও বিজনেস এডিটর হিসেবেও দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার আমাদের অর্থনীতি পত্রিকার প্রধান প্রতিবেদক আমিনুল ইসলামও পদত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ২৪ জুলাই, ২০১৩
এসএআর/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।