ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে বিডিআর বিদ্রোহের বিচার কাজ সোমবার সকাল ৯টা পর্যন্ত মূলতবি

দিশারী চাকমা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০

রাঙামাটি: রাঙামাটিতে বিডিআর বিদ্রোহের ঘটনায় সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত- ১৫ তে বরকল উপজেলার ছোট হরিনার ১৮ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্ত ২৩ জওয়ানের বিরুদ্ধে বিচার কাজ সোমবার সকাল ৯টা পর্ষন্ত মুলতবি করা হয়েছে।

রোববার এ আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।



সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্ষন্ত আদালতের কার্যক্রম চলে।

গত ১৭ নভেম্বর এ বিচার কাজ শুরু হয়।

বিশেষ আদালত-১৫ এর বিচারক প্যানেলের প্রধান হলেন-বিডিআরের চট্টগ্রাম সেক্টর কমান্ডার কর্নেল জাহেদুর রহমান। অন্য সদস্যরা হলেন-লেফটেন্যান্ট কর্নেল আব্দুর নুর, মেজর মোস্তফা আল মামুন ও এটর্নি জেনারেলের প্রতিনিধি অ্যাডভোকেট ইজারুল হক আকন্দ (সাগর)।

বিশেষ পিপি হিসেবে সরকার পকে সহযোগিতা করেন আইনজীবী বিলায়েত হোসেন ও আমিনুর রহমান খান।

অভিযুক্ত ২৩ জওয়ানের মধ্যে একজন জেসিও (জুনিয়র কমিশন অফিসার), ৪ জন হাবিলদার, ৫ জন নায়েক, ৫ জন ল্যান্স নায়েক ও ৮ জন সিপাহী রয়েছেন।

আসামিদের রাঙামাটি জেলা কারাগারে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।