ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনার দর্জি কারখানায় আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে নিহত ২

শেখ হেদায়েতুল্লাহ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০

খুলনা: খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার শিববাড়ি এলাকার এক দর্জি কারখানায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

রবিবার বিকেল সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে।



সোনাডাঙ্গা থানার অফিসার ইন চার্জ মো. শহিদুল ইসলাম খান  বাংলানিউজকে জানান, শিববাড়ি এলাকার মৌসুমী ফেব্রিক্স নামে এক দর্জি কারখানায় শ্রমিকরা সোফাসেটে কাপড়ের কভার লাগাচ্ছিল। কেউ কাপড় স্ত্রী করছিল। তারা কাপড়ের উপর গরম আয়রন রেখে গল্প করার সময়ে তাতে আগুন লাগে। তারা দ্রুত আগুন লাগা কাপড় বাইরে ফেলে দেয়। এতে বাইরে রাখা ফোমে আগুন ধরে গেলে প্রচন্ড ধোঁয়ার সৃষ্টি হয়। তাতে দুই শ্রমিক গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে। তিনি বলেন আগুনের ঘটনায় সঠিক কারন জানা যায়নি। তদন্ত চলছে। ’

তবে খুলনা ফায়ার সার্ভিস সূত্র বাংলানিউজকে জানায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের ঘটনা ঘটে। য়তির পরিমান এখনও নিশ্চিত হওয়া যায়নি।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহবুবুল আলম বাংলানিউজকে জানান, প্রচণ্ড ধোঁয়ায় আক্রান্ত দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসায় হয়। তাদের পর্যবেণ করে দেখা যায় তারা  আগেই মৃত্যুবরণ করেছেন। তাদের চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। লাশ মেডিকেল কলেজ মর্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad