ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্রমিক নেত্রী মিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০

ঢাকা: পোশাক শ্রমিক নেত্রী মোশরেফা মিশুকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সাড়ে তিনটার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন।



এর আগে খিলক্ষেত থানার একটি মামলায় সিএমএম আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) কেএম ফিরোজ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এরপরই তাকে ন্যাশনাল হাসপাতালে নেওয়ার কথা বললে মিশু নিজেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। ’

বিকেল চারটার দিকে আদালত থেকে সরাসরি তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে পরিদর্শক কেএম ফিরোজ বলেন, ‘মিশু অ্যাজমা রোগে ভুগছেন। তবে ডাক্তার তার অবস্থা স্বাভাবিক বলেছেন। ’

এদিকে মোশরেফা মিশুর পারিবারিক সূত্র জানায়, ডিবিতে দুই দফায় তিন দিন রিমান্ডে রাখার পর মিশুকে খিলক্ষেত থানার একটি মামলায় পুনরায় আদালতে পাঠানো হয়।

তার বোন জেবুন্নেসা বেবী জানান, সেখানে দু’দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার আগে থেকেই মিশু শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

বাংলাদেশ সময় : ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।