ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রশাসনে রদবদল: টিসিবি চেয়ারম্যান হচ্ছেন সারোয়ার জাহান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০

ঢাকা: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান হতে যাচ্ছেন সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সারোয়ার জাহান তালুকদার। এ পদে প্রেষণে নিয়োগের জন্য তার  চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।



এছাড়া  সদ্য পদোন্নতি পাওয়া উপসচিব পদে চার কর্মকর্তার পদায়ন ও ছয় কর্মকর্তাকে পদোন্নতির পূর্ব পদে বহাল রাখা হয়েছে।

রোববার সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একাধিক প্রজ্ঞাপন জারি করা হয়।

সদ্য পদোন্নতি পাওয়া উপসচিব প্রধানমন্ত্রীর প্রশাসন ও সংস্থাপন বিষয়ক উপদেষ্টার একান্ত সচিব কাজী এনামুল হাসান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর একান্ত সচিব মেজবাহ উদ্দিন, ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. কামরুল হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. সাইফুল হাসান বাদল, জাতীয় সংসদের হুইপের একান্ত সচিব মো. নবিরুল ইসলাম এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রীর একান্ত সচিব মো. সামছুল আরেফিনকে পদোন্নতির পূর্ব পদে বহাল রাখা হয়েছে।

এ ছাড়া পদোন্নতি পাওয়া উপসচিব মোহাম্মদ আবদুস সবুর চৌধুরীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, মিজানুর রহমানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, মো. হাফিজুর রহমান মোল্লা এবং মো. শাহরিয়ার কাদের সিদ্দিকীকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগে সংযুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।