ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্বজনদের কান্না-আহাজারি: নাবিকদের উদ্ধারের দাবি

সাইদ আরমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০
স্বজনদের কান্না-আহাজারি: নাবিকদের উদ্ধারের দাবি

ঢাকা: গত ক’দিনের কান্নায় তার চোখের পানি  যেন শুকিয়ে গেছে। এখন সন্তানের জন্য মায়ের বুকফাটা আর্তি আর বাবার নিষ্পলক শূন্য দৃষ্টি।

সন্তানের জন্য মায়ের দুটি বাক্য ‘তোমরা আমার ছেলেকে এনে দাও। ওরা আমার ছেলেকে মেরে ফেলবে। ’

জাহাজ ‘এমভি জাহান মণি’র ইঞ্জিন ক্যাডেট শাহরিয়ার রাব্বির মা কথাগুলো বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলেন। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে আবারও একই কথা ‘তোমরা আমার ছেলেকে এনে দাও। ওরা আমার ছেলেকে মেরে ফেলবে। ’

পাশেই শাহরিয়ারের ক্যান্সার আক্রান্ত বাবা। তার মুখে কোনো কথা নেই। তাদের সান্ত্বনা দিতে গিয়ে শাহরিয়ারের ফুফু বাংলাদেশ বিমানের কর্মকর্তা ইয়াসমিনও কেঁদেছেন।

রোববার জাতীয় প্রেসক্লাবে আরব সাগরে ছিনতাই হওয়া জাহাজ ‘এমভি জাহান মণি’র জিম্মি নাবিকদের পরিবারের সদস্যরা এক সংবাদ সম্মেলন করেন।

সম্মেলনে জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ার মো. আবুল বাশারের মা বলেন, ‘পাঁচ মাস আগে আমি আমার মানিককে একনজর দেখেছিলাম। ছুটি ছিল না তার। তাই আমি নিজেই চট্টগ্রামে গিয়ে তার সঙ্গে দেখা করি। ’

এর বেশি কথা বলতে পারছিলেন না ছেলের শোকে কাতর এই মা। তার বুকফাটা কান্নায় ভারি হয়ে ওঠে পুরো মিলনায়তন। ছেলের ছবি বুকে নিয়ে স্ত্রীর পাশেই নির্বাক দাঁড়িয়ে ছিলেন বাশারের বাবা।

সংবাদ সম্মেলনে এসেছিলেন মাহফুজা খাতুন। জাহাজ মণির ফোর্থ ইঞ্জিনিয়ার তারিকুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়েছে মাত্র বছর খানেক আগে। তাদের শেষ দেখা হয় সেপ্টেম্বরে। ২৩ বছরের এই নারী স্বামীকে উদ্ধারের আবেদন জানাতে সংবাদ সম্মেলনে এসেছেন।

মাহফুজা খাতুন আবেগভরা কণ্ঠে বলেন, ‘১২ ডিসেম্বর দুপুরে আমার মোবাইল ফোনে একটি কল আসে। রিসিভ করতেই অপর পাশ থেকে বলে ওঠে, ‘আমি তারিক’। নামটি শোনামাত্রই আমি আর কোনো কথা বলতে পারছিলাম না। দু’চোখ দিয়ে শুধু পানি ঝরছিলো। কাউকে ডাকতেও পারছিলাম না। ’

তিনি আরও বলেন, ‘তারিকুল আমাকে বলে, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি হয়তো আর ফিরে আসতে পারবো না। ওরা হয়তো আমাদের মেরেই ফেলবে। আমাদের উদ্ধারে সরকারকে উদ্যোগ নিতে বলো। ’

চোখের পানি মুছতে মুছতে মাহফুজা বলেন, ‘তারিক জানিয়েছে জাহাজে পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে। ’

জিম্মি নাবিকের পরিবারের স্বজনরা মাইক্রোফোন হাতে কথা বলতে পারছিলেন না। নিজেরা কেঁদেছেন, কাদিয়েঁছেন অন্যদেরও।

জাহাজের প্রধান প্রকৌশলী মতিউর রহমানের বড়বোন, সেকেন্ড ইঞ্জিনিয়ার জি এম নূর ই মাওলার স্ত্রী মাহুবুবা ইয়াসমিন, কবরিয়া আহমেদের স্ত্রী শারমিন আক্তার এবং মশিউর রহমানের ছোট ভাই ছানোয়ার হোসেনের একটাই দাবি ‘আমাদের স্বজনদের উদ্ধারে এখনই উদ্যোগ নিন। ’

আরব সাগরে ছিনতাই হওয়া জাহাজ ‘এমভি জাহান মণি’র জিম্মি নাবিকদের স্বজনদের চোখে মুখে উৎকণ্ঠা। তাদের প্রতিটি মুহূর্ত কাটছে নিদারুণ কষ্ট, সীমাহীন দুঃশ্চিতা আর চরম হতাশায়। ’

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।