ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে তিন ছিনতাইকারীসহ ৫ যুবক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা রেলক্রসিং এলাকা থেকে শনিবার রাতে পুলিশ তিন মোবাইল ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ভুলারপাড়া গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে শিপন আহম্মদ (২৬), একই জেলার ধনবাড়ী থানার মাহমুদপুর গ্রামের শুকুর আলীর ছেলে জসিম উদ্দিন (২২), মাগুড়া জেলার হাজীপুর থানার শ্রীরামপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে সচিব মিয়া (২১)।



পুলিশ ছিনতাইকারীদের কাছ থেকে ৬টি মোবাইল হ্যান্ড সেট উদ্ধার করেছে।

মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরির্দশক (এসআই) সাইফুল ইসলাম জানান, শনিবার রাত পৌনে ১০টার দিকে সফিপুর শিল্পাঞ্চল থেকে পোশাককর্মীরা বাড়ি ফেরার পথে মাটিকাটা রেলক্রসিং এলাকায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন সেট, নগদ টাকা, স্বর্ণলংকার ছিনিয়ে নেয়। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় তাদের গ্রেপ্তার করে।

অপরদিকে একইরাতে পুলিশ কালিয়াকৈর উপজেলার সফিপুর পুবপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৪ বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো- গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর পুর্বপাড়া গ্রামের মুকুল মিয়ার ছেলে কামাল হোসেন (২৯) ও একই গ্রামের কবির হোসেনের ছেলে খোকন মিয়া (২৫)।

রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।