ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাবির ভাসানী হলে দূষিত পানি : অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ

ওয়ালিউল্লাহ, জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০

জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মওলানা ভাসানী হলের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন।

এ বিষয়ে হল প্রশাসনকে জানানো হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।



কয়েক মাস আগেও ওই হলে একই সমস্যা দেখা দিয়েছিল বলে জানা যায়।

প্রাথমিকভাবে শিক্ষার্থীরা খাবারের সমস্যার অভিযোগ তোলেন। এতে হলের প্রাধ্য বলেন, এটা কোনো সমস্যা নয়। পরে হলের শিার্থীরা গণহারে অসুস্থ হয়ে পড়লে শিক্ষার্থীদের চাপের মুখে পানির লাইন পরীক্ষা করা হয়। দেখা যায়, পানির পাইপের সংযোগস্থলে ভাঙা। এ ভাঙা অংশ দিয়েই দূষিত পানি ঢোকায় এ সমস্যা দেখা দিয়েছে।

এছাড়া হলের সামনের বড় পুকুরের পানিও অস্বাস্থ্যকর। হলের যাবতীয় বর্জ্য ওই পুকুরে ফেলা হয়। এছাড়া মরা জীবজন্তু পানিতে ভেসে থাকায় দুর্গন্ধে পুকুরের পাশ দিয়ে যাওয়াও কষ্টকর।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে খোঁজ নিয়ে জানা যায়, তাদের কাছে আগত ডাইরিয়া আক্রান্ত অধিকাংশ রোগী বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের।

হলের একাধিক শিক্ষার্থী জানান, হলের প্রতিটি কক্ষে কেউ না কেউ অসুস্থ। এর মধ্যে অনেকে বাধ্য হয়ে হল ছেড়ে বাড়ি চলে যেতে বাধ্য হয়েছেন।

হলের আবাসিক শিক্ষার্থী সেজান বলেন, ‘আমাদের রুমের প্রায় সবাই অসুস্থ। কারো কারো এখনও ডায়রিয়া আছে। কেউ কেউ ডায়রিয়া থেকে সুস্থ হয়ে আবার অসুস্থ হয়ে পড়েছেন। ’

শিার্থীদের অসুস্থ হওয়ার সত্যতা স্বীকার করে হল প্রাধ্য অধ্যাপক ড. খবির উদ্দিন বলেন, ‘ওটা ইঞ্জিনিয়ারিং সেকশনের সমস্য। গত শুক্রবারে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। এরই মধ্যে তারা কাজ শুরু করেছেন। ’

বাংলাদেশ সময় : ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।