ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে শামসুর রহমান প্রামাণিক হত্যা মামলার ১০ আসামি খালাস

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, জুলাই ৮, ২০১০

ঢাকা: নাটোরের গোপালপুর সুগার মিলের শ্রমিক নেতা শামসুর রহমান প্রামাণিক হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১০ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি রেজাউল হক ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এ রায় দেন।



শামসুর রহমান প্রামাণিককে ১৯৯৮ সালের ২৪ মে হত্যা করে সন্ত্রাসীরা। ওই দিনই তার ভাই মনসুর রহমান প্রামাণিক বাদি হয়ে থানায় মামলা করেন।

নাটোরের বিচারিক আদালত ২০০৫ সালের ১৬ আগস্ট মামলায় অভিযুক্ত ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরবর্তী সময়ে আসামিরা হাইকোর্টে আপিল করলে গতকাল বুধবার উভয় পক্ষের শুনানি শেষে আজ আদালত সব আসামিকে বেকসুর খালাস দেন।

খালাস পাওয়া আসামিরা হচ্ছেন সাখাওয়াত হোসেন, আমিনুল হক, আরিফ হোসেন, আয়নাল হক, মো. আবদুস সাত্তার, মো. দুলাল, মো. মিজান, মো. ইউসুফ আলী, মো. আবদুল গফুর ও রব্বেস আলী।

আসামি পক্ষে মামলায় অংশ নেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অ্যাডভোকেট নাসিমা খাতুন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২৪৭ ঘণ্টা, জুলাই ৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।