ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাধবদীতে মিলে ডাকাতি: কোটি টাকার মালামাল লুট, আহত ৪

মোর্শেদ শাহরিয়ার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১০

নরসিংদী: নরসিংদীর মাধবদীতে একটি কাপড়ের মিলে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। মিলের ৪২ শ্রমিককে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে দেড় ঘণ্টা তাণ্ডব চালিয়ে ডাকাতরা প্রায় ১ কোটির টাকার মালামাল নিয়ে গেছে।

এ সময় মিলের ৪ নিরাপত্তাকর্মী কুপিয়ে মারাত্মক আহত করেছে ডাকাতদল।

শুক্রবার দিনগত রাত ৩টায় মাধবদীর আনন্দী গ্রামের হাজী ইলিয়াছের জেএনজে নামে একটি কাপড়ের মিলে এ ডাকাতির ঘটনা ঘটে।

আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিরাপত্তাকর্মীদের বরাত দিয়ে মিল মালিক হাজী ইলিয়াছ বাংলানিউজকে জানান, রাত ৩টার দিকে একটি পিকআপ ও একটি কাভার্ড ভ্যানে করে ৫০/৬০ জনের একদল ডাকাত পিস্তল, বন্দুকসহ অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে মিলের ভেতরে ঢুকতে চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন।

এতে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে তাদের কুপিয়ে আহত করে আটকে রেখে মিলের ভেতরে ঢোকে। পরে ডাকাতদল ৪২ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে দেড় ঘণ্টা যাবৎ ডাকাতিকালে মিলের মূল্যবান যন্ত্রাংশ গাড়িতে তুলে নিয়ে যায়।

এ ছাড়াও শ্রমিকদের ৪০টি মোবাইল সেট নিয়ে যায় ডাকাতরা।

মাধবদী ফাঁড়ির ইনচার্জ এসআই আজিজ ডাকাতির সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ‘খোয়া যাওয়া মালামালের তালিকা তৈরি করছি। আশা করি, আমরা খুব দ্রুত ডাকাতদের ধরতে পারবো। ’

তার ধারণা, মিলের কোনো শ্রমিক এ ডাকাতি ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

কাপড়ের মিলে ডাকাতির ঘটনা প্রসঙ্গে একই কথা বলেন নরসিংদী সদর থানার ওসি নজরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।