ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

অনাথ কিশোরীকে অপহরণের চেষ্টা: জামালপুরে যুবকের কারাদণ্ড

শফিক জামান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১০

জামালপুর: আশ্রয়কেন্দ্র থেকে অনাথ কিশোরীকে অপহরণের চেষ্টার অভিযোগে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে জামালপুরের একটি ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে জেলা প্রশাসক অফিসে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী এই রায় দেন।



জামালপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রহিমা বেগম জানান, বেসরকারী সংস্থা ‘অপরাজেয় বাংলার’ অনাথ আশ্রমে থাকা সপ্তম শ্রেণীর ছাত্রী ইসমত আরা আঁচলকে প্রায়ই স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতো সাহাপুর গ্রামের আবেদ আলীর বখাটে পুত্র সাহাদাৎ হোসেন লিজন ওরফে বাবু।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে লিজন বাবু কয়েকজন সঙ্গীসহ ওই অনাথ আশ্রমে গিয়ে আঁচলকে অপহরণের চেষ্টা করে। এসময় কিশোরী ও আশ্রমের অন্যদের চিৎকারে এলাকাবাসী ছুটে গিয়ে লিজন বাবুকে আটক করে। তবে তার সঙ্গীরা পালিয়ে যায়।

এঘটনায় শুক্রবার দুপুর ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে লিজন বাবুকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।