ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রাণ খুলে মানুষ বিজয় দিবস উদযাপন করেছে: শেখ হাসিনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১০
প্রাণ খুলে মানুষ বিজয় দিবস উদযাপন করেছে: শেখ হাসিনা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এবারের বিজয় দিবস মানুষ প্রাণ খুলে উদযাপন করেছে। এবারই প্রথম মানুষ হায়নার কবল থেকে মুক্ত পরিবেশে বিজয়ের উল্লাস করেছে।



শুক্রবার বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘যারা ব্যক্তিস্বার্থ এবং ভোগ বিলাসে ব্যস্ত থাকেন মানুষ তাদের গ্রহণ করে না। যারা জনগণের স্বার্থে নিজেদের নিয়োজিত করে সেই নেতৃত্বকেই মানুষ গ্রহণ করে। ’

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে জনগণের স্বার্থের কথা চিন্তা করতে হবে। ’

 শেখ হাসিনা বলেন, ‘জনগণের স্বার্থের পক্ষে কাজ করে যাবো এটাই আমাদের বিজয় দিবসের প্রতিজ্ঞা। ’

বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।