ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডিমলা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ইসরাত জাহান পল্লবী, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১০

নীলফামারী: নীলফামারীর ডিমলা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত আব্দুর রশিদ (৩৫) ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ গ্রামের আবু চাঁন মিয়ার ছেলে।



শুক্রবার ভোরে ওই সীমান্তের ৭৮৯ নম্বর প্রধান সীমান্ত পিলারের সাব পিলার ৮ ও ৯-এর মাঝখানে এ ঘটনাটি ঘটে।

ডিমলা বালাপাড়া বিডিআর ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মিরাজ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, বাংলাদেশি ব্যবসায়ীরা করিডোর দিয়ে গরু আনার সময় বিএসএফ তাদের ওপর ৫ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুর রশিদ।

তার সঙ্গে থাকা অপর ৪ গরু ব্যবসায়ী মাহবুল, আকবর আলী, কিস্তি ও জাহিদুল পালিয়ে আসতে সক্ষম হন বলে জানান বিডিআর কর্মকর্তা।

তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় ভারতের সামিলা বাঁশ বিএসএফ ক্যাম্পে প্রতিবাদলিপি পাঠিয়ে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।

কিন্তু দুপুর আড়াইটা পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি বলে জানান নায়েব সুবেদার মিরাজ আহমেদ।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।