ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

র‌্যাবের গুলিতে বাড্ডায় যুবক আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১০

ঢাকা: রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে র‌্যাবের গুলিতে মনির (২২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। এসময় আরও ২জন পালিয়ে যায় বলে জানায় র‌্যাব।



র‌্যাব-১ এর উপ-অধিনায়ক আইনুল মোর্শেদ খান পাঠান বাংলানিউজকে বলেন, ‘র‌্যাবের একটি ছিনতাই প্রতিরোধ দল বৃহস্পতিবার রাত ১১টার দিকে মেরুল বাড্ডা এলাকায় ছিনতাই করার সময় মনিরকে ধরতে গেলে মনির র‌্যাবকে ল্য করে গুলি ছোড়ে।

এসময় র‌্যাবও পাল্টা গুলি চালালে একটি গুলি মনিরের পায়ে লাগে। আহত অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত মনির দণি বাড্ডার বিপ্লবের বাড়িতে ভাড়া থাকতেন।

এ ব্যাপারের্  মনির ও তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬০০ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।